
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লজ্জা আর লজ্জা। সংযুক্ত আরব আমিরশাহির কাছে টি২০ সিরিজ হেরে গেল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২–১ জিতল তারা। শেষ ম্যাচে জয় সাত উইকেটে।
বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ১৬২ রান তাড়া করে জিতেছে আমিরশাহি। প্রথম বার আইসিসি–র কোনও সদস্য দেশ সিরিজ জিতল এক টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে।
প্রথম টি২০ ম্যাচে ২৭ রানে হেরেছিল আমিরশাহি। দ্বিতীয় ম্যাচে ২০০–র উপর রান তাড়া করে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল। শেষ ম্যাচেও এল জয়। এবার সাত উইকেটে।
বুধবার সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ১৬২/৯। ১৮ বলে ৪০ রান করে বাংলাদেশের শুরুটা খুবই ভাল করেছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু টপ এবং মিডল অর্ডারের ব্যর্থতায় ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। একসময় ৮৪/৮ হয়ে গিয়েছিল বাংলাদেশ। তখনই হাল ধরেন জাকের আলি। ৩৪ বলে ৪১ রান করেন। শেষ দিকে ভাল খেলেন হাসান মাহমুদ (১৫ বলে ২৬) এবং শরিফুল ইসলাম (৭ বলে ১৬)। ২০ ওভারে ১৬২/৯ তোলে বাংলাদেশ।
জবাবে পাঁচ বল বাকি থাকতেই ১৬৬/৩ তুলে ম্যাচ জিতে নেয় সংযুক্ত আরব আমিরশাহি। রান তাড়া করতে নেমে আমিরশাহি শুরুতেই হারায় মহম্মদ ওয়াসিমকে। তবে মহম্মদ জোহাইব এবং আলিশান শারাফু হাল ধরেন। জোহাইব আউট হলেও একাই দলকে টানেন শারাফু। তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন আসিফ খান। পাঁচটি ছক্কার সাহায্যে করেন ২৬ বলে ৪১। ওই ইনিংসই জিতিয়ে দেয় আমিরশাহিকে। তৈরি হয় ইতিহাস। এই প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজ জিতল আমিরশাহি।
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ